বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা নগরীর শের এ বাংলা রোডে আজ রোববার সকাল সরকারি ল্যাবরেটরী স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। টিকা নেয়ার পর কেন্দ্রের বাইরে এসে ৫/৬ জন শিক্ষার্থীকে অজ্ঞান হয়ে পড়তে দেখা যায়। মাথায় দীর্ঘক্ষণ পানির ছিটা দিয়ে তাদের জ্ঞান ফেরানো হয়। এ সময় অভিভাবকদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। টিকার কারণে শিশু শিক্ষার্থীরা জ্ঞান হারিয়েছে বলে অনেকেই বলতে থাকেন।
তবে জানা গেছে, টিকার কারণে নয়, স্রেফ আতংকে তারা জ্ঞান হারিয়েছিল। একজন অভিভাবক জানান, আগে থেকেই তার সন্তান শুনেছিল, টিকা নিলে জ্বর হয়, শরীরে ব্যাথা হয়। এমনকি মানুষ অজ্ঞান হয়ে পড়ে। এই আতংকে টিকা নেয়ার পর সে ভয়ে জ্ঞান হারিয়েছিল।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, টিকা নিয়ে আতংকে শিশুরা জ্ঞান হারাতে পারে। টিকার কারণে অচেতন হওয়ার কোনো কারণ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।