Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার বিপক্ষে ছোট ছেলেকে ভোট দিলেন মা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ২:০০ পিএম

চতুর্থ ধাপে টাঙ্গাইলে ২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলের সদর উপজেলার মগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ায় বেশ আলোচনার মধ্যে পড়েছে ইউনিয়নটি।

রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন দুই চেয়ারম্যান প্রার্থীর মা শাহাতন বেগম। তার বয়স ১০৩ বছর। তার বাড়ি কুইজবাড়ি গ্রামে। বেলা সাড়ে ১১টায় ভোট দেন তিনি।

শাহাতন বেগম জানান, বড় ছেলে আজহারুল ইসলাম এর আগে চেয়ারম্যান ছিলো তাই তাকে নির্বাচন করতে না করছি তাও সে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। সে আমার কথা রাখেনি। তাই ছোট ছেলে কামাল হোসেনকে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করাইতাছি। ছোট ছেলেকেই ভোট দিয়েছি আমি।

ছোট ছেলে আমার কথা অনুযায়ী কাজ করে। বড় ছেলে আজহারুলকে বাড়ি থেকে বের করে দিয়েছি কথা শোনেনাই এ কারণে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ