Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডামুড্যায় মসজিদের ভেতর বুথ বানিয়ে ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১:৫৭ পিএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মসজিদের ভেতর বুথ বানিয়ে ভোটগ্রহণ করা হচ্ছে।

অবকাঠামোর অভাবে ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলন্দাজ বাড়ি জামে মসজিদে ভোট দিচ্ছেন পুরুষ ভোটাররা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, মসজিদের সামনে ভোট প্রদানের জন্য ভোটাররা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। মসজিদের ভেতরে প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা ভোটিং কার্যক্রমে ব্যস্ত।


এ সময় লাইনে দাঁড়ানো এক ভোটার জানান, মসজিদের পাশের ঘরটার মধ্যে ভোট নিতে পারত। পবিত্র স্থান মসজিদে ভোট নেয়ায় আমাগো খারাপ লাগতাছে। কিন্তু কী আর করার। ভোট দিতে আইছি। এইডা হ্যাগো ভাবা উচিত ছিল।

মসজিদে ভোট দিতে আসা মুক্তিযোদ্ধা খলিল ব্যাপারি জানান, এ ধরনের কাজ করে মসজিদকে ছোট করা হয়েছে। যেখানে নামাজ পড়া হয়, সেখানে মানুষজন যার যার মতো ঢুকতেছে, ভোট দিতেছে, এটা মসজিদের অমর্যাদা।



 

Show all comments
  • Monirul Islam ২৬ ডিসেম্বর, ২০২১, ৩:২১ পিএম says : 0
    এর দ্বারা প্রমান করে। সরকার দেশের মুসলিম জনতাকে আবারো রাজপথে নামাতো চাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ