Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে স্মরণসভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:১০ এএম

: করোনায় বরিশাল বিভাগের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেক মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদ বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। স্মরণ সভায় বক্তব্য রাখেন সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোশফেকা ইকফাৎ, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল, এনবিআর’র সাবেক সদস্য আবুল কাসেম, অর্থমন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আবদুল হক মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, পিএসসি’র সাবেক সদস্য ড. আনোয়ারা বেগম, ভোলা সমিতির সাবেক সভাপতি আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলন, যুগ্ম জেলা জজ আবদুর রব হাওলাদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল আবদুর রহমান।

বক্তারা বিশিষ্ট ব্যক্তিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনা এবং বরিশাল বিভাগ সমিতিতে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে ঢাকা-বরগুনার লঞ্চে আগুনে পড়ে শতাধিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ