Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:১০ এএম

রাজধানী পল্টন ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরসহ এক যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন দিনমজুর আব্দুল মজিদ শিকদার ও আমির হোসেন। গত শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদের আত্মীয় চান মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রæতগামী বাসের ধাক্কায় মজিদ গুরুতর আহত হন। তাকে দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত মজিদ শিকদার পটুয়াখালীর বাউফল থানার মো. হাতেম আলী সিকদারের ছেলে। যাত্রাবাড়ী মিরহাজিরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

এদিকে পল্টনের অলিম্পিক ভবনের সামনে গাড়ির ধাক্কায় যুবক আমির হোসেন নিহত হন। পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি দ্রæতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আমির হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানায়। বাসাবো এলাকায় ভাড়া থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গতকাল লাশ দুটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ