Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গতবার দলের প্রার্থী ছিলাম আমি এবার জনগণের প্রার্থী : তৈমুর

নাসিক নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:৩২ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা অ্যাড. তৈমুর আলম খন্দকার বলেছেন, গতবার দলের প্রার্থী ছিলাম আমি এবার জনগণের প্রার্থী। নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন যাবৎ একজন মেয়র খুঁজছিল। জনগণ মনে করে, তারা তাদের চাহিদা মোতাবেক একজন প্রার্থী পেয়েছে। আমি জনগণের মেয়র প্রার্থী। অনেকের কাছে অভিযোগ পাওয়া যায়, কন্ট্রাক্টরদের ঠিকাদারীর ব্যবসায় পরিণত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ২০১১ সালে দল আমাকে নমিনেশন দেয়। সেবার তিনি (বেগম খালেদা জিয়া) আমাকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে সকলের চোখের পানি এড়িয়ে বসে যাই। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠক এসব কথা তিনি বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নারী কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, যুবদল নেতা সাগর প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হক প্রধান, কৃষক দলের নেতা নুরুল ইসলাম নুরু, ৮নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক কামাল আহমেদ, বিএনপি নেতা আবুল কামাল মেম্বার ও যুবদল নেতা মাহবুব হোসেন প্রমুখ।

ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখের পরিচালনায় উঠান বৈঠকে অ্যাড. তৈমুর আলম খন্দকার আরও বলেন, এই বাড়ির সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমার এলাকায় বিএনপির অফিসে মুজিবর নামের এক ছেলেকে হত্যা করা হয়। তখন আমি কামাল ভাইয়ের নেতৃত্বে খালেদা জিয়ার উপস্থিততিতে বিএনপিতে যোগ দেই।

তৈমুর আরও বলেন, ১৬ ডিসেম্বর বিএনপি বিশাল সমাবেশ করেছে। আমাকে রিটার্নিং অফিসার টেলিফোনে যেতে নিষেধ করেছে তার কাথায় আমি যাইনি। কিন্তু গতবার তিনজন এমপির উপস্থিতিতে নৌকার প্রচারণা করা হয়েছে। সেখানে বিজয় দিবসের আলোচনার বদলে প্রতীক ও প্রার্থীর প্রচারণা হয়েছে। নির্বাচন কমিশন বোবা ও অন্ধ হয়ে পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। আমি পুলিশ প্রশাসন জেলা প্রশাসনক ও নির্বাচন কমিশকে বলতে চাই আপনাদের ভাবমূর্তি শূন্যের কোঠায়। আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনটা সুষ্ঠু করার চেষ্টা করুন। এ নির্বাচনে কোন অনৈতিক কার্যকালাপ নারায়ণগঞ্জবাসী সহ্য করবেন না। আপনাদের বিবেককে সামনে রেখে দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করবেন।

'বিএনপি ২০০৩ সালে চেয়ারম্যান পদে নমিনেশন দিয়েছিল। কিন্তু সে সময় বিআরটিসির চেয়ারম্যান পদ থেকে রিলিজ না দেয়ায় নির্বাচন করতে পারিনি। আমিই ২০০২ সালে নারায়ণগঞ্জকে সিটি কর্পোরেশন করার জন্য প্রস্তাব দেই। পরবর্তীতে আমিসহ দেশনেত্রী, তারেক জিয়া সবাই জেলে চলে যাই। ২০১১ সংলাপ দল নমিনেশন দেয়। সেবার তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে সকলের চোখের পানি এড়িয়ে বসে যাই।' সিদ্ধিরগঞ্জের লেকটা সড়ক ও জনপথের জায়গায় করা হয়েছে। এ বিষয়ে এ পর্যন্ত ৬টা চিঠি এসেছে। আমাদের চলাচলের জন্য বড় রাস্তা দরকার হয়। এটা অত্যন্ত পুরানো ও জনবহুল রাস্তা। এটা বড় করার জায়গায় তারা লেক করছে। সড়ক ও জনপথ বার বার বলেছে, সিটি কর্পোরেশন যেন এখানে কাজটা না করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ