প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ বর্ণাঢ্য আয়োজনে টিএম রেকর্ডস-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়েছে। ২০২০ সালে পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। বিজয়ীরা উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং গানবাংলা টিভি'র চেয়ারপারসন ফারজানা মুন্নী ও গানবাংলা টিভি'র সিইও কৌশিক হোসেন তাপস। অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেএফবির প্রধান উপদেষ্টা এনাম সরকার, সভাপতি তামিম হাসান এবং সাধারণ স¤পাদক খালেদ আহমেদ। বরাবরের মতোই সঙ্গীত, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমের তারকাদের উপস্থিতিতে জমজমাট ছিল সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের এবারের আসর। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, শবনম বুবলি, টিভি তারকা মেহজাবীন চৌধুরী, কণ্ঠশিল্পী হামিন আহমেদ, বালাম, আরফিন রুমী, লুইপা, দোলা, ঐশীসহ তারকাদের মনোমুগ্ধকর পারফর্মেন্স ছিল অ্যাওয়ার্ড প্রদানের ফাঁকে ফাঁকে। এবার যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন, সঙ্গীত বিভাগে সেরা গায়ক তানজীব সারোয়ার (ডুবে ডুবে), সেরা গায়িকা ঐশী (মেঘের বাড়ি), সেরা সঙ্গীত পরিচালক সাজিদ সরকার (ডুবে ডুবে), সেরা গীতিকার রাকিব হাসান রাহুল (সুন্দর মানুষ), সেরা ব্যান্ডদল এভয়েড রাফা, সেরা ফোক সিঙ্গার পারভেজ (নক্ষত্র)। চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতা শাকিব খান (শাহেনশাহ), সেরা অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি (বীর), সেরা চলচ্চিত্র বীর। টেলিভিশন বিভাগে সেরা অভিনেতা আফরান নিশো (গজদন্তিনী), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (ফটোফ্রেম), সেরা অভিনেতা (ক্রিটিক) চঞ্চল চৌধুরী (ছুটি), সেরা উদীয়মান অভিনেতা জিয়াউল হক পলাশ (ব্যচেলর পয়েন্ট), সেরা উদীয়মান অভিনেত্রী সানজানা সরকার রিয়া (ব্যচেলর পয়েন্ট), সেরা নাটক (ধারাবাহিক): ব্যচেলর পয়েন্ট (ধ্রæব টিভি), সেরা নাটক (একক) আপা (বø্যাক অ্যান্ড হোয়াইট)এবং স্টেডিয়াম (ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট), সেরা পরিচালক কাজল আরেফিন অমি (ব্যচেলর পয়েন্ট)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।