Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড মূল্যে বিক্রি হল পল ম্যাকার্টনির বেস গিটার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

৭৯ বছর বয়সী সঙ্গীত কিংবদন্তী পল ম্যাকার্টনির ইয়ামাহা বিবি-১২০০ মডেলের বেস গিটারটি রেকর্ড দামে বিক্রি হয়েছে। প্রাক্তন বিটল এই গিটারটি ট্যুরে, স্টুডিওতে এবং তার উইংস ব্যান্ডের সঙ্গে পারফর্ম করার সময় বাজিয়েছেন। গিটারটি বিক্রি হয়েছে ৪ লক্ষ ছিয়ানব্বই হাজার ডলারে। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক রোলিং স্টোনস সদস্য বিল ওয়াইম্যানের ফেন্ডার মাসট্যাঙ ১৯৬৯ গিটারটির, সেটি বিক্রি হয়েছিল ৩ লক্ষ ৮৪ হাজার ডলারে। ইউটু ব্যান্ডের সদস্য দি এজ এবং প্রযোজক এক দাতব্য উদ্দেশে এক নিলামের আয়োজন করলে গিটারটি রেকর্ড দামে বিক্রি হয়। মিউজিশিয়ানদের কল্যানে ২ মিলিয়ন ডলার সংগ্রহের উদ্দেশে এই আয়োজন। পরে দি এজ বলেন, এই অসাধারণ নিলামে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, যারা তাদের ইনস্ট্রুমেন্টস দিয়েছেন আর যারা কিনেছেন, আর যারা নতুন রেকর্ড সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। মিউজিক রাইজিং নামের এই আয়োজনে ইউটু, ব্রুস স্প্রিংস্টিন, লু রিড, জনি মার, গ্রিন ডে, স্যার এল্টন জন, জোন জেট, কিংস অফ লিয়ন, রাশ রেডিওহেড ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন মূল্যে বিক্রি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ