Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে নিখোঁজ ২ ভাই ঢাকায় উদ্ধার

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

পাবনার চাটমোহরের নিখোঁজ ২ ভাইকে উদ্ধার করা হয়েছে। চাটমোহর থানার তথ্যের ভিত্তিতে এসআই (নি.) মো. মঈনুল হোসেন মিলন সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যমজ ভিকটিম মো. ইশান ইসলাম (১৪) ও মো. তুষান ইসলাম (১৪) উভয় পিতা- মো. তৌফিকুল ইসলাম, সাং-সাড়োরা, থানা-চাটমোহর, জেলা-পাবনা- ভাইদ্বয়কে হোটেল সিটি প্যালেস হতে উদ্ধার করে চাটমোহর থানায় পৌঁছিয়ে তাহাদের পিতা মাতার নিকট বুঝিয়ে দেয়া হয়। উল্লেখ যে, উক্ত জমজ ২ ভাই মো. ইশান ইসলাম (১৪) ভাদুনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো এবং তুষান ইসলাম (১৪) বালুচর মাঠের পাশে জনৈক শাহ আলম এর রঙের দোকানে কাজ করে। প্রতিদিনের ন্যায় গত ১৫ ডিসেস্বরে উক্ত দোকানে কাজ করার ২ ছেলে বাড়ি হতে বাইর হয়ে যায়। পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসে নাই। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় চাটমোহর থানায় সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়। সজীব শাহরীন সিনিয়র সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল, পাবনার দিক নির্দেশনায় এবং মুহম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, চাটমোহর থানার সার্বিক সহযোগিতায় এস আই (নিঃ) মো. মঈনুল হোসেন মিলন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, উক্ত ভিকটিমদ্বয় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করিতেছে। এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যমজ ভিকটিমদের উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ