বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার শালিখায় আধিপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শরিফুল মোল্যা (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে শালিখা উপজেলার শাবলারহাট হিন্দু পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।
অহতদের মধ্যে বদর উদ্দিন (৪৫), মোহব্বত (৩৮), আনিস (৪০) ও রাজিব হোসেনকে (২৮) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ছেলে রাজিব অভিযোগ করে জানায়, আামাদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাব্বত বিডিয়ার গ্রুপের সাথে দীর্ঘ দিনের বিরোধ। আমারা মহব্বত গ্রুপ করি। শনিবার সকালে আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই বিডিয়ার গ্রুপের লোকজন এসে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এঘটনায় আমরা ১০-১২ জন আহত হই। আহত অবস্থায় আমাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অস্থায় আমার বাবা শিরফুল মোল্যা মারা যায়। হাসপাতালে আরোও চারজনকে গুরুতর অস্থায় ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগে শরিফুলের মৃত্যু হয়েছে। আরো চারজনকে গুরুতর অস্থায় ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। তাদের অবস্থা ও খুবই আশঙ্কাজনক।
জানতে চাইলে শালিখা থানার ওসি তারক বিশ্বাস বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে সংঘর্ষ হয়ে বেশ কয়েকজন আহত করেছে। আমি ঘটনাস্থলে আছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।