Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ নেতা আব্দুর রব আর নেই

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার একাধিক বারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, ধীতপুর ইকবাল পুর ইসলামিয়া মাদরাসার সুপার আব্দুর রব আর নেই। ইন্না লিল্লাহি.....রাজিউর। আজ শনিবার ভোর সাড়ে ৫টার সময় তিনির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ আছর তাঁর নিজ গ্রাম ধীতপুর ইকবাল পুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ছোট ভাই আলিম উদ্দিন। মৃত্যু কালে তিনির বয়স ছিল (৫০)। তিনি বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র। মাওলানা আব্দুর রব হঠাৎ করে মৃত্যুবরণ করায় পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেবল ঘুরছে আব্দুর রবের ছবি। তাঁর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও আতœার মাগফিরাত কামনা করেছেন সিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আল-ইসলাহ ও তালামিয়ে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ অন্যান্য সংগঠন গুলো। পরিবারে মা-ভাই বোন, স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন।
উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও পৌর আল-ইসলাহ সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম জানান, মাওলানা আব্দুর রব ফুলতলী মসলকের একজন কট্টর মতাদর্শী ছিলেন। তাঁর আমল আখলাক, আচার-আচরন খুব গম্ভির ছিল। তিনি একজন ভাল বক্তাও ছিলেন। সাংগঠনিক কাজে তিনি খুর পরিশ্রমিক ও ধার্মিক ছিলেন। আমরা তাঁর বিদেহী আতœার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ