বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে এক জন নিহত হয়েছে।উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। নিহত ব্যাক্তি সাবলাট গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের পুত্র শরিফুল ইসলাম(৫০)।২৫ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটার দিকে সাবলাট গ্রামের তালখড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডলের সমর্থক ও পরাজিত চেয়ারম্যান এ্যাড. শামছুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে শরিফুল আহত হলে তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।আহতদের শালিখা,মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, এলকার আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সাইদুর রহমান,মাগুরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।