Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুত্রের নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন শাকিব!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

প্রায় দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়ক শাকিব খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গত ১২ নভেম্বর তিনি সেখানে যান। তবে সেখানে শুধু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নয়, দেশটির নাগরিকত্ব পাওয়ার জন্য গেছেন বলে জানা যায়। ইতোমধ্যে তিনি নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। এবার জানা গেল, শুধু নিজের জন্যই নয়, তার পুত্র আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন তিনি। নাগরিকত্বের আবেদনের বিষয়টি শাকিব না বললেও বিভিন্ন সূত্রে জেনেছেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ ব্যাপারে অপু বিস্ময় প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পর স্তব্ধ হয়ে গেছি। এ বিষয়ে আর কথা বলতে চাই না। আব্রাম ছোটবেলা থেকেই আমার সঙ্গে থাকে। তাকে মানুষ করতে দিন-রাত পরিশ্রম করছি। গত এক সপ্তাহে চট্টগ্রাম, নরসিংদীতে শো করেছি। যা করছি তা আব্রামের জন্যই। ওকে যদি কেউ ছিনিয়ে নিতে চায় সেটা অন্যায় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ