রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়া কাশি শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিনিয়ত এসব শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা দেয়া এবং ঔষধপত্র হাসপাতালে সরবরাহ না থাকায় সঙ্কট দেখা দিয়েছে। রোগীর স্বজনদের দাবি ডায়রিয়া রোগীদের সঠিকভাবে খাওয়ার স্যালাইন ও কলেরা স্যালাইনসহ কোন টেবলেট ক্যাপসুল দেয়া হচ্ছে না। এমন অভিযোগ ভুক্তভোগীদের।
এতে করে গরীব অসহায় ছিন্নমুল রোগীদের চরমভাবে বিপাকে পড়তে হয়েছে। এদিকে রোগীরা ৪ দিন ধরে ফ্লোর ঝাড়ু না দেয়ার অভিযোগ তুলেছে। বাথ রুমের দুর্গন্ধে হাসপাতালে থাকা যায় না। এমন অবস্থায় একজন সুস্থ্য মানুষ হাসপাতালে থাকলে অসুস্থ্য হয়ে পড়বে বলে মন্তব্য করলেন অনেকে। অপর দিকে খাবারের মান নিয়ে রোগীরা অভিযোগ করলেন সাংবাদিকদের কাছে। বয়লার মাংস দেওয়ার নিয়ম না থাকলোও তা দেওয়া হয়। সরজমিনে দেখা গেছে রোগীদের বয়লারের মাংস, চালকুমরার ঝোল আর মোটা চালের ভাত রোগীদের দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, আরএমও ডা. ফিরোজ আলমের সঙ্গে কথা বলেন, তার কাছে রুগীর খাদ্যের তালিকা দেয়া আছে। রুগীদের খাদ্য যদি নিম্নমানের দেয়া হয় তাহলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরএমও ডা. ফিরোজ আলম বলেন, বয়লার মুরগীর মাংস রোগীদের খাওয়ানো নিষেধ আছে, তবে এরকম কিছু প্রমান পেলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরিষ্কারের ব্যাপারে তিনি বলেন ক্লিনার কম বলেই এই অবস্থা।
ঠিকাদার হেদায়তুল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বয়লার তো মানুষ খায়। তবে কোন তরকারী না পেলে মাঝে মধ্যে রুগীদের বয়লার মাংসের তরকারি দেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসকদের বেশির ভাগ সময় প্রাইভেট চেম্বারে সময় দেয়ার বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।