Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁয় দুই নারীসহ নবনির্বাচিত ২০ ইউপি চেয়ারম্যানের শপথ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁ জেলার দুই উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। এ এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, রাণীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্তীসহ প্রশাসনের অন্যান্য কর্মবর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নব-নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর মধ্যে রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের প্রথম নারী মোছা. চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি ও সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের প্রথম নারী চেয়ারম্যান মোছা. আফেলাতুননেছা তুর্কিও শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, নওগাঁ সদর উপজেলার ১২জন ও রাণীনগর উপজেলার ৮জন নতুন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ