Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জ থেকে বান্দরবানে গিয়ে ঝরনায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৮:১১ পিএম

নারায়ণগঞ্জ থেকে আত্মীয়-স্বজন মিলে ১০ জনের একটি দল বান্দরবানে বেড়াতে গিয়ে ১জনের মৃত্যু ও ২জন নিখোঁজ হয়েছেন। নিহত হয়েচেন মারিয়া ইসলাম (১৯)। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা আমিনুল হকের মেয়ে। আর নিঁখোজ দুজন হচ্ছেন-নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মারিয়াম আদনিন (১৭)।
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসলে নেমে মারিয়া ইসলামের মৃত্যু এবং একই সময় আরও দুজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রোয়াংছড়ি উপজেলার বাদুরের ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একইসঙ্গে বেড়াতে যাওয়া শেখ মুছায়াত তানিমের ভাষ্যমতে, নারায়ণগঞ্জ থেকে তারা আত্মীয়-স্বজন মিলে মোট ১০ জনের একটি দল বান্দরবানে বেড়াতে যান। ঘটনার সময় নৌকায় করে সাঙ্গু নদীপথে বেতছড়া যাচ্ছিলেন। পথে বাদুরের ঝরনায় (একটি ঝরনা) গোসলে নামের তানিম। একপর্যায়ে তিনি পায়ের নিচে মাটি সরে গভীরে চলে যান। তিনি সাঁতার না জানায় সবাই তাকে উদ্ধারে ঝরনায় ঝাপ দেন। এসময় ঘটনাস্থলে মারিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার করলেও আকিব ও মারিয়াম নিখোঁজ রয়েছেন।
বান্দরবান টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বান্দরবান সদর হাসপাতালে রয়েছে। নিখোঁজ দুজনের উদ্ধারে চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ