Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে তৈমুরকে হেফাজতের সমর্থন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম | আপডেট : ৭:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে, তাকে জয়ী করার শপথ নিয়ে সমর্থন জানিয়েছেন জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে তার বাড়িতে এসে কয়েক’শ হেফাজত নেতাকর্মী এ সমর্থন দেন।

এ সময় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, তৈমুর আলম খন্দকার শুধু আমাদের প্রার্থী না, তিনি পুরো নগরবাসীর প্রার্থী। তার পক্ষে সবাই আছি। এই যে নামলাম, আমরা জয় না নিয়ে ঘরে ফিরে যাবো না।

এর আগে আরও চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে যান। তাদের মধ্যে তিনজন তৈমুরকে সরাসরি সমর্থন দিয়ে সরে যান ও পাশে থেকে তৈমুরের পক্ষে কাজ করছেন।



 

Show all comments
  • Md. zakiul islam ২ জানুয়ারি, ২০২২, ৯:৫৩ এএম says : 0
    আপনারা জনতার পক্ষে অবস্থান নিয়েছেন ।অভিনন্দন আপনাদের ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ