Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃহত্তর ময়মনসিংহ সমিতির এজিএম : সভাপতি আজাদ, মহাসচিব হারুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ৭:৩৩ পিএম | আপডেট : ৭:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২১

বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২১ আজ শুক্রবার দুপুরে মিরপুরের বৃহত্তর ময়মনসিংহ ভবনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ২০২২ ও ২৩ সালের জন্য নতুন নির্বাহী পরিষদ নির্বাচন করা হয়। দ্বিবার্ষিক সভায় তৃতীয়বারের মতো বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মহাসচিব হিসেবে ডিএমপির যুগ্ম-কমিশনার ডিবি উত্তর হারুন-অর-রশিদ নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোনা, সহসভাপতি সাবেক সচিব আবদুল মান্নান কিশোরগঞ্জ, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান জামালপুর, মফিজুর রহমান বাবুল, জাকির হোসেন ও পদাধিকারবলে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লেফটেনেন্ট জেনারেল সিনে জামালী, নজরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ সালাউদ্দিন হুমায়ুন, সাবেক সচিব ইব্রাহিম খান মতিউর রহমান প্রমুখ। ১৪১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে মহাসচিব হারুন অর রশিদ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এসময় তিনি গত দুই বছরের বিশেষ করে করোনাকালীন সমিতির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ