বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিভা বিকাশে অপরিসীম ভুমিকা রাখে। মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের জানাতে হবে। আজকের শিশুরা আগামির বাংলাদেশ। শিশুদের প্রতি আমাদের আরো বেশী যতœশীল হতে হবে। ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও নারী উদ্যোক্তা ফারমিছ আক্তারের সহযোগীতায় আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরের কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের এ মহতি উদ্যোগের ভুয়শী প্রশংসা করেন। এ ধরনের কর্যক্রমে সিটি কর্পোরেশনের ও তাঁর ব্যাক্তিগত সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আলম আর্ট গ্যালারীর চীফ প্যাট্রন নুরুর রশীদ চৌধুরী হ্যারল্ড। এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি। এসময় উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন, এসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান,শংকর দাশ,আব্দুল বাতিন ফয়সল,সদস্য বিলকিছ আক্তার সুমি, এ এইচ আরিফ, নুরুল ইসলাম (২), রেজা রুবেল,পল্লব ভট্টাচার্য্য, মোঃ আজমল আলী। প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অতিথিবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।