Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জামালপুরের সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৫:০১ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ২৪ ডিসেম্বর, শুক্রবার জামালপুরে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ ভাবে সফল করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। আজ ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে জামালপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী জেলা পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বেলা ২ টায় জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মায়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবী গণদাবীতে পরিণত হয়েছে। সরকার যদি এ দাবী অবিলম্বে না মেনে নেয় এবং দেশনেত্রীর সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়,তবে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিনত হবে। তিনি গতকাল হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ প্রশাসনের ন্যাক্কারজনক হামলা,গুলি,লাঠিচার্জ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তিনি বলেন, আগামীকাল জামালপুরের সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নজরুল ইসলাম খান প্রধান অতিথি, এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ বিএনপি এবং অংগ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.ওয়ারেস আলী মামুন, সাবেক উপ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান বিপ্লব, যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল,খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রন্জু,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন,সজীব আহসান খান সজীবসহ
জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাঠ পরিদর্শনঃ
সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগামীকালকের সমাবেশস্থল ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজ অবলোকন করেন।

গণ সংযোগ ও লিফলেট বিতরণ ঃ
আগামীকালকের সমাবেশ সফল করতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দিনব্যাপী জামালপুর ষ্টেশন রোডসহ শহরের কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ