Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ চাষাবাদ বৃদ্ধিকল্পে কর্মশালা

ঝিনাইগাতী ( শরপুর ) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ৪:২৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুর ডাল চাষ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভূক্তকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট পাল্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার াবকালে উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মানিক দেবনাথ এর সঞ্চালনা উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হারভেস্ট প্লাস-বিংস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন। বক্তাগণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ