বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্ধাবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিপন মিয়াকে রাত আগাইটায় থানায় ডেকে নিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্তে এবং সকালে জনতার আন্দোলনের মুখে তাকে মুক্তি দেওয়া হয়েছে। নাগড়া গ্রামের বাসিন্দা ও বান্ধাবাড়ি ইউনিয়নের চশমা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী লিপন মিয়া আজ বৃহস্পতিবার সকালে মুক্তির পরে সাংবাদিকদের বলেন গতকাল রাত আড়াইটার দিকে আমার বাড়ি থেকে কোটালীপাড়া থানার ওসি সাহেবের সাথে দেখা করার কথা বলে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। পরিস্হিতির স্বীকার হয়ে আমি স্বেচ্ছায় নির্বাচন থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করি। লিপন মিয়াকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্হানীয় হাজার,হাজার,নারী পুরুষ সমর্থকরা রাস্তায় নেমে এসে তার মুক্তির দাবিতে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ মিছিল করে। পরে লিপন মিয়াকে সঙ্গে নিয়ে বিক্ষুব্ধ জনতা নাগড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সাংবাদিকদের মাধ্যমে জনতার উদ্দেশ্য তিনি বলেন প্রধানমন্ত্রীর নৌকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সড়ে দারাচ্ছি। অপরদিকে ওই ইউনিয়নের আনারস প্রতিকের আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ হান্নান মোল্লা এ খবর পাওয়ার পর সকালে নৌকার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দারানোর সিদ্ধান্ত গ্রহন করেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন তাকে আটক করা হয়নি সে স্বেচ্ছায় কথা বলতে থানায় এসেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।