Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজার্ভ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে ফিলিপাইন। রাজধানী ম্যানিলায় আগামী ২ ও ৩ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৪০ দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে বলে জানা গেছে। গত ফেব্রæয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ফিলিপাইনে স্থানান্তর করে হ্যাকাররা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে চাপের মুখে রয়েছে দেশটি। ভাবমূর্তি পুনরুদ্ধারে ফিলিপাইন সরকারের নানামুখী চেষ্টার অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন বলে জানা গেছে। এদিকে ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং থেকে উদ্ধার করা এক কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশকে ফেরত দিতে এর আগে গত ১৯ সেপ্টেম্বর আদেশ দেন দেশটির আদালত। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে নগদে রক্ষিত এ অর্থ কোন প্রক্রিয়ায় ফেরত নেওয়া হবে, তা নির্দিষ্ট করতে ইতোমধ্যে দেশটির আদালতে একটি জারি মামলা (এক্সিকিউশন সুট) হয়েছে। চলতি মাসে এ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রিজার্ভ থেকে চুরি করে ফিলিপাইনে নেওয়া পুরো অর্থ ফেরত পেতে চলমান তৎপরতার অংশ হিসেবে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি ফিলিপাইনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজার্ভ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ