বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ও জেলায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের বাধা ও সংঘর্ষের ঘটনায় এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনেতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ওই ঘটনার প্রতিবাদে কাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। পরদিন শনিবার (২৫ ডিসেম্বর) সিলেট বিভাগের প্রত্যেক জেলায় বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনটি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সাতটি জেলায় সমাবেশ ছিল বিএনপির। এর মধ্যে ছয়টিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারলেও হবিগঞ্জে পরিকল্পিতভাবে হামলা করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এ হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী, ওসি মাশুক আলী ও ওসি নাজমুল হাসানকে দায়ী করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, খন্দকার আব্দুল মুক্তাদির, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ
প্রসঙ্গত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হবিগঞ্জে বিএনপি। জেলা শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যলয়ের সামনে জড়ো হন দলটির শত শত নেতা-কর্মী। সমাবেশে বাধা প্রদান করে পুলিশ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এতে আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।