Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

রাজশাহী ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে আশ্রয়ণ-২এর প্রকল্পের পরিচালক করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরইল্লাহ রাজশাহী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করর্পোরেশনের পরিচালক মো. আমিন-উল-আহসান বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়োগ দেয়া হলো। এর আগে, ২০ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবিরকে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়। পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুশেদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে বদলী করা হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও নির্বাহী চেয়ারম্যান পদে ড. শেখ মোহাম্মদ বখতিয়াকে ২ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ