বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার নগরীর ছোটপোল জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (এডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) এম এ মাসুদ, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।