বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্যাতন করে বিশ্ববিদ্যালয় ছাত্রী মাহমুদা খানম আঁখি হত্যা মামলায় আইনজীবী স্বামী আনিসুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চান্দগাঁও থানা-পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত রোববার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আঁখি মারা যান। যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আনিসুলসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে রোববার রাতেই আনিসুলকে গ্রেফতার করে পুলিশ। আঁখি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। ১৯ মাস আগে মা-বাবার অমতে প্রেম করে বিয়ে করেন আইনজীবী আনিসুলকে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।