বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতির মাধ্যমে ২৮ প্রকল্প থেকে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামি নোয়াখালীর হাতিয়া সমাজসেবা কার্যালয়ের সাবেক কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। বর্তমানে তিনি সমাজসেবা অধিদফতরের আগারগাঁও কার্যালয়ে কর্মরত।
অর্থআত্মসাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট বিতরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচি, উপজেলা সমাজকল্যাণ পরিষদ, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, পাঁচ বিঘা গ্রাম উন্নয়ন ইত্যাদি। এজাহারের তথ্য মতে, আসামি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ২৮টি প্রকল্প থেকে সরকারের ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করে স্থানান্তর ও হস্তান্তর করেছেন।
এ কারণে তার বিরুদ্ধে দÐবিধির ৪০৯/৪২০ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তে ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমলে নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।