Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় প্রার্থী হয়েও আমি কোণঠাসা: আইভী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ পিএম

সরকারদলীয় প্রার্থী হয়েও কোণঠাসা অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনেও আমি দেখেছি তখন সাখাওয়াত ভাই (বিএনপির প্রার্থী) সুবিধা পেয়েছিলেন। এবারও আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন তৈমূর আলম খন্দকার কাকা। আমি তাকে অনুরোধ করবো কারো প্ররোচনায় প্রভাবিত না হয়ে ভোট চান। দুইজন যে যার মতো ভোট চাইবো, জনতা যাকে নির্বাচিত করে।’

বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের দেওভোগে চুনকা কুঠিরে খেলাঘর আসরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আইভী এসব কথা বলেন।

সাবেক মেয়র আইভী বলেন, ‘আমাকে সর্বস্তরের মানুষ পছন্দ করে। এ শহরের মানুষ আমার দ্বারা কখনও নির্যাতিত হবে না। শহরে কেউ খুন করবে, চাঁদাবাজি করবে আর আমি চুপ করে বসে থাকবো এমনটা আমি না।’

মেয়র থাকাকালীন নগরবাসীর ট্যাক্স বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলেন ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। এটা মিথ্যা কথা। ট্যাক্স বরং কম দিচ্ছে নগরবাসী। এ ট্যাক্সের টাকায় আমি নগর ভবন করেছি যাতে মানুষ বলতে পারে এটা তাদের টাকায় করা।’



 

Show all comments
  • আরিফ ২২ ডিসেম্বর, ২০২১, ১১:২৫ পিএম says : 0
    জনসমর্থন থাকলে কোনঠাসা হওয়ার কথা না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ