Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পদাতিক নাট্য সংসদের তিন দিনব্যাপী নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে এক যোগে নাটক মঞ্চায়ন করবে পদাতিক নাট্য সংসদ। নাটক মঞ্চায়নের পাশাপাশি দলটি সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করবে। ‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’ প্রতিপাদ্য নিয়ে অনেক বছর ধরে নাট্য চর্চা করে আসছে পদাতিক নাট্য সংসদ। দলের প্রতিষ্ঠা সদস্যদের অন্যতম প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন। এই নাট্য ব্যক্তিত্বের স্মরণে প্রায় প্রতি বছরই নাট্য উৎসবের আয়োজন করে পদাতিক। এবছর এর একযুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অনুস্বর নাট্যদলের নাটক ‘তিনকড়ি’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৬-৪৫ মিনিটে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রী’ এবং ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে শব্দ নাট্য চর্চা কেন্দ্রের ‘রাইফেল’ নাটকের মঞ্চায়ন হবে। দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মুল হলে ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ৬-৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল হলে পদাতিক নাট্য সংসদের ‘গুণজান বিবির পালা’ এবং ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’ নাটক মঞ্চস্থ হবে। ২৫ ডিসেম্বর শনিবার উৎসবের শেষ দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মুল হলে থিয়েটার আরামবাগের নাটক ‘দ্রৌপদী পর¤পরা’, ৬-৪৫ মিনিটে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং সন্ধ্যা ৬-৩০মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’ নাটকের মঞ্চায়ন হবে। এছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকেল ৪-৩০মিনিট থেকে ৬-৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠন। ২৬ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে রচনার অন্তরালে রচয়িতা সৈয়দ বদরুদ্দীন হাসোইন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন তরুণ প্রাবন্ধিক, নাট্যকার ও নাট্য সমালোচক অপূর্ব কুমার কুন্ডু। আলাচেনায় অংশ নেবেন মঞ্চসারথী আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ, ম হামিদ, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গ গোলাম সারায়োরসহ আরও অনেকে। উৎসবের টিকেট পাওয় যাবে শিল্পকলা একাডেমির চিলে কোঠা, কফি হাউস, আজিজ সুপার মার্কেটের বিটুইন এবং বেইলী রোডের থিয়েটার কর্ণারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ