Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্ণফুলী নদী হতে ৯লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম | আপডেট : ৬:১৯ পিএম, ২২ ডিসেম্বর, ২০২১

কাপ্তাই উপজেলার নদীর ওপার চাবাগানের নিচে কর্ণফুলী নদী দিয়ে বাঁশের ভেলা তৈরি করে সেগুন কাঠ পাচারের সময় বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সকাল ৮টায় গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ দু'টি বাঁশের ভেলায় ঝুলানো রশি দিয়ে বাধা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান আমরা খবর পেয়ে ছুটে আসি এবং বাঁশের ভেলায় বাঁধানো ১৭৮টুকরা ৪২৪ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করি। উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

উক্ত কাঠগুলো পাচারকারী একটি সিন্ডিকেট দল নদী পথে পাচার করার প্রস্তুতি নিচ্ছিল বলে বন বিভাগ সূত্রে জানা যায়। ইতিপূর্বে বন বিভাগ গত তিন দিনে আরোও ২শ'ঘনফুট কাঠ গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করেছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ