Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্কারের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৫:৪২ পিএম

চলতি বছর ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ বছর বাংলাদেশ থেকে সিনেমাটি বিদেশি ভাষা বিভাগে অস্কারে জমা পড়েছিল। কিন্তু ৯৪তম অস্কারের আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমাটি।

বুধবার (২২ ডিসেম্বর) অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় জমা পড়া ৯২টি দেশের চলচ্চিত্র থেকে বাছাই করে প্রাথমিক ভোটের জন্য ১৫টি সিনেমার তালিকা প্রকাশ করেছে। যেখানে পাওয়া যায়নি ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার নাম।

তবে এবারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। সেগুলোর সবই পুরস্কারও জিতেছে। মূল প্রতিযোগিতা বিভাগে যৌথভাবে গ্রাঁ প্রিঁ জয়ী আসগর ফারহাদির ‘অ্যা হিরো’ (ইরান) ও জুহো কুয়োসমানেন পরিচালিত ‘কম্পার্টমেন্ট নম্বর সিক্স’ (ফিনল্যান্ড), সেরা চিত্রনাট্য পুরস্কার জয়ী রাইয়ুসুকি হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ (জাপান), সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী জোয়াকিম ট্রিয়ার পরিচালিত ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে) অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে।

একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, তার চরিত্রের নাম রেহানা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্য ও সম্পাদনা করেন নির্মাতা সাদ নিজেই। চলতি বছরের ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

উল্লেখ্য, ৯৪ তম অস্কারের মনোনয়নের ভোট গ্রহণ শুরু হবে ২৭ জানুয়ারি, ২০২২ এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। মনোনয়ন ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। বরাবরের মতো অস্কার অনুষ্ঠিত হবে হলিউডের ‘হলিউড অ্যান্ড হাইল্যান্ড’ এর ডলবি থিয়েটারে। জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ