Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় স্কুল ছাত্রীর ধর্ষক গ্রেফতার

সাতক্ষীরা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ৪:২৯ পিএম

সাতক্ষীরায় স্কুল ছাত্রীর ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম অলোকেশ মন্ডল (২৫)। সে
সাতক্ষীরার আশাশুনি থানার নাকতাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
আশাশুনি থানায় গত ২৫ নভেম্বর দায়েরকৃত মামলার বরাত দিয়ে খুলনা র্যাব -৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জানান,
২৩/১১/২০২১ তারিখ আনুমানিক বিকাল সাড়ে পাঁচটায় ভিকটিম
আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজারে কালী মন্দিরে
তার বাবা-মায়ের সাথে পুজা দেখতে যায়। সন্ধ্যা অনুমান সাতটার সময়
পুজা মন্ডপে তার বান্ধবীর সাথে দেখা হয়। ভিকটিমের একটি এসএসসি পরীক্ষার
প্রবেশপত্র তার বান্ধবীর বাড়িতে থাকায় তার সাথে বান্ধবীর
বাড়ীতে কার্ডটি আনতে যায়। একই তারিখে রাত অনুমান সাতটা চল্লিশ মিনিটের দিকে
প্রবেশপত্রটি নিয়ে বান্ধবীর বাড়ি হতে পুজা
মন্ডপে এগিয়ে দিতে বলে। এসময় বাড়িতে থাকা বান্ধবীর
জ্যাঠাতো ভাই অলকেশ মন্ডলের সাথে যেতে বলে । ভিকটিম সরল
বিশ্বাসে অলকেশের সাথে পুজা মন্ডপের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছুদুর যাওয়ার পর বাগানের মধ্যে
নিয়ে অলকেশ মন্ডল ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন
করে।
এ বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে অলকেশ মন্ডলের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা দায়ের করে। মামলা নং- ২৫, তারিখ
২৫/১১/২০২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩)
এর ৯ (১) ধারা।
মামলাটির বিষয়ে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি
আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহার নামীয় একমাত্র পলাতক
আসামীকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এক পর্যায়ে র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা থানার ধোপাডাঙ্গা গ্রাম হতে আসামী অলকেশ মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ