Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপার

ইসলামী বিশ্ববিদ্যালয়

নাইমুর রহমান, ইবি থেকে | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে নেই গতিরোধক বা ফুটওভার ব্রিজ। ফলে দ্রুত গতিতে চলে সবধরণের পরিবহন। এতে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত সড়কটি পার হতে হচ্ছে হাজারো শিক্ষক-শিক্ষার্থীদের।
জানা যায়, দীর্ঘদিন ধরে ফটক সংলগ্ন সড়কটিতে নেই পর্যাপ্ত গতিরোধক ব্যবস্থা। সড়ক সংস্কার চলমান থাকায় পূর্বে থাকা গতিরোধকগুলো উঠিয়ে নেয়া হয়েছে। এতে গতি না কমিয়েই গাড়ি চালাচ্ছেন চালকরা। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে রাস্তা পার হওয়ার জন্য জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। কখনো বা গাড়ির সাথে ধাক্কা খেতে হচ্ছে আবার কখনো বা দৌঁড়ে রাস্তা পার হতে হচ্ছে।
আরিফ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেইন গেটের সামনে রাস্তা পারাপারের জন্য একটা ফুট ফ্লাইওভার নির্মাণ করতে পারেনি। শিক্ষার্থীদের আন্দোলনের পর রাস্তার উপরে যে গতিরোধক দেয়া হয়েছিল সেটাও এখন আর নেই। রাস্তা পারাপারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে আমাদের।’
খাদিজা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘গতকাল রাস্তা পার হওয়ার সময় সড়কের দুই পাশ থেকে দুটি ট্রাক যাচ্ছিল। এমন সময় আমি রাস্তার মাঝ বরাবর পড়ে যাই। আমি হাত দিয়ে সিগনাল দিলেও চালক গাড়ি স্লোনা করে দ্রুত গতিতে চলে গেছে। ফলে পেছন থেকে আসা একটা ভ্যানের সাথে আমাকে ধাক্কা খেতে হয়। রাস্তার ওপরে গতিরোধক না থাকায় গাড়ির চালকরা আমাদের দিকে খেয়াল করে না। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর রাস্তা পার হতে হয় তাও ঝুকি নিয়ে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- যাতে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারি এজন্য অতি দ্রুত ব্যাবস্থা গ্রহণ করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাস্তার কাজ চলতেছে, যার ফলে গতিরোধক দেয়া হয়নি। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা বলেছে রাস্তার কাজ শেষ হলে গতিরোধক দেয়া হবে। তারপরেও আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে কোন ব্যবস্থা করা যায় কী না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ