Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি দিবসে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

বিজিবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের শূণ্যরেখায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বিজিবি-বিএসএফ সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে ভিউগুলের সুরের সাথে সাথে জাতীয় পতাকা নমিত করেন। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলের শুভেচ্ছা এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়শেষে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানে প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার, উপ অধিনায়ক (৬০ বিজিবি) মেজর মো. নূরুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, ডিএসবি ইন্সপেক্টর মো. ইসতিয়াক আহম্মেদ, ভারপ্রাপ্ত কাস্টমস অফিসার মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত ইমিগ্রেশন অফিসার মো. আব্দুল হামিদ প্রমূখ। ভারত থেকে উপস্থিথ ছিলেন গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রী রাকেশ রঞ্জন লাল, বিএসএফ (১২০) ব্যাটালিয়নের কমান্ডেন্ট রতেœশ কুমার, বিএসএফের ১২০ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডার বি ডি রায়, লংকামুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার শ্রী অশোক কুমার রায়সহ বিএসএফের কর্মকর্তারা। রিট্রিট সিরিমনিটি উভয় দেশের স্থানীয় ও দূর দুরান্ত থেকে আগত ব্যাক্তি বর্গ উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ