Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখিল দ্বিবেদী-কৃতি স্যাননকে নিয়ে অনুরাগ কাশ্যপের আগামী ফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বলিউডের প্রথম সারির পরিচালক অনুরাগ কাশ্যপ তার আগামী চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। তার আসন্ন এই ফিল্মটি সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও এতে প্রধান দুই ভূমিকায় অভিনয় নিখিল দ্বিবেদী এবং কৃতি স্যানন তা নিশ্চিত হয়েছে। পরিচালক ইনস্টাগ্রামে তার সাদাকালো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আরেকটি চিত্রনাট্য... আরেকটি ফিল্ম.. @নিখিল দ্বিবেদী ২৫ @কৃতি স্যানন, অচিরেই শুরু করছি...’
এর আগে এক সূত্র জানিয়েছিল উল্লিখিত তিনজন কুয়েন্টিন ট্যারান্টিনোর ক্লাসিক ‘কিল বিল’ ফিল্মটি হিন্দিতে পুনর্নির্মাণ করবেন, তা এখনও নিশ্চিত হয়নি। কাশ্যপের পোস্টটি রি-শেয়ার করে নিখিল লিখেছেন, ‘মার্কেটিং টিম বড় সমস্যায় পড়তে যাচ্ছে। আমাদের কেউই ধারণা করতে পারেনি, এমন পুরনো ধারায় ঘোষণাটি দেয়া হবে সকাল চারটায়, এতে সংশ্লিষ্ট কারোই ধারণা ছিল না।’ কাশ্যপ পরিচালিত ও প্রযোজিত শেষ ফিল্ম ‘চোক্ড’ গত বছর নোটফ্লিক্সে মুক্তি পেয়েছে। স¤প্রতি তিনি তার পরিচালনায় তাপসী পান্নু অভিনীত সায়েন্স ফিকশন ফিল্ম ‘দোবারা’র কাজ শেষ করেছেন। নতুন এই ফিল্মটির কাজ কবে শুরু হবে জানা যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ