প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। গত ১৮ ডিসেম্বর সিনেমাটির শেষ দিনের শুটিং হয়েছে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারের কয়েকটি স্থানে। এরপর ভারতের মুম্বইয়ে আরও ৭ থেকে ৮ দিনের শুটিং হবে বলে জানিয়েছেন সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি। তিনি জানান, পোস্ট প্রডাকশনের কাজ বাকি আছে। শুটিংয়ের পাশাপাশি এই কাজও চলছে। উল্লেখ্য, গত ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় শুটিংয়ের মাধ্যমে বাংলাদেশ অংশের দৃশ্যধারণের কাজ শুরু হয়। এর জন্য ভারত থেকে ১০৭ জন ক্রু বাংলাদেশে এসেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।