প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আসাফউদ্দৌলাহর রচিত ১৫টি গানের অডিও-ভিডিও রেকর্ড হয়েছে কলকাতায়। কলকাতার সরোদ বাদক পন্ডিত তেজেন্দ্র মজুমদার গানগুলোর যন্ত্রাণুষঙ্গ পরিচালনা করেছেন। গানগুলো গেয়েছেন পশ্চিমবঙ্গের পরিচিত গায়িকা পিউ মুখার্জী। পিউ মুখার্জী আমাদের দেশে অতটা পরিচিত নন। তবে কলকাতায় বেশ পরিচিত। পিউ মুখার্জীকে কেন সবকটি গানের জন্যই নির্বাচিত করা হলো, এমন প্রশ্নের জবাবে আসাফ্উদ্দৌলাহ্ বলেন, পিউর কণ্ঠে এক অসাধারণ পরিচ্ছন্নতা আছে। আর আছে কবিতায় ডুবে যাবার মগ্নতা। আশা করি, ডিভিডিটি প্রকাশিত হলে বাংলার শ্রোতারা আনন্দিত হবেন। এ শিল্পীর গানগুলো নিশ্চয়ই এক নতুন উচ্চতায় নিয়ে যাবে শ্রোতাদের। উল্লেখ্য, বহু বিখ্যাত গজল গানের গায়ক ও সুরকার বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কারে ভ‚ষিত আসাফ্উদ্দৌলাহ্। বিখ্যাত গজল গায়ক গুলাম আলী খান তার সুরের একজন গভীর অনুরাগী। এ ছাড়া প্রখ্যাত গজল শিল্পী মেহেদী হাসান, ওস্তাদ হামিদ আলী খান, ফিরোজা বেগম, ফরিদা খানম, আবেদা পারভীন, হৈমন্তী শুক্লা, সাবিনা ইয়াসমীন, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ শিল্পী আসাফ্উদ্দৌলাহ্র সুরে ও কাব্যে গান করেছেন এবং গানগুলো সমাদৃত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।