Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৫:৪৩ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে দ্রুতগতির বাস চাপায় কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কামরুল ইসলাম যশোর কোতয়ালী থানার নাজির শংকরপুর গ্রামের মরহুম নওশের আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, কামরুল ইসলাম মোটরসাইকেল যোগে দর্শনার দিকে আসছিলো। সে দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছালে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আফতাব হোসেনের ছেলে আরেক মোটরসাইকেল চালক নেন্টু (৫০) তাকে পিছন থেকে ধাক্কা দিলে দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় চুয়াডাঙ্গা গামী দ্রুতগতির যাত্রীবাহী বাস এমকে দোয়েল ( ঢাকা মেট্রো ব-১৪-১৯৫০) তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হয়। এ সময় অপর মোটরসাইকেল চালক নেন্টু গুরুতর আহত হয়। নিহত কামরুলের লাশের ময়না তদন্ত করার জন্য ও আহত নেন্টুকে উদ্ধার করে চিকিৎসা নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
দর্শনা থানায় কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক হারুন অর রশীদ পিপিএম জানান, এ দূর্ঘটনার পর বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করে দর্শনা থানা হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ