Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুলের ইন্তেকাল,এমপি শাওনের শোক

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ৪:৪২ পিএম

ভোলা জেলার লালমোহন উপজেলার সাবেক আওয়ামীলীগ সভাপতি, লালমোহন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের (৮৩)ইন্তেকাল, এমপি শাওনের শোক।পারিবারিক সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিণ অসুস্থ ছিলেন এবং চিকিৎসা শেষে সোমবার ঢাকা থেকে বাড়ি এসে মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ১১ঘটিকার সময় তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি - --- রাজিউন)।

তিনি ভোলা জেলার কিংবদন্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি এবং লালমোহন উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা ঞ্জ্যাপন ভোলা -৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ।তিনি পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন এমপি শাওন। সেখান থেকে তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন। ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রমুখ। তার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমে আসে। তার বড় ছেলে অধ্যাপক প্রিন্স জানান মরহুমের জানাজা বুধবার সকাল ১১ টায় লালমোহন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মোঃ জহিরুল হক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ