Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল অঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে

বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরী’ গোল আলু ‘লেট ব্লাইট’এ সংক্রমনের আশংকা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ২:৩১ পিএম

তাপমাত্রার পারদ স্বাভাবিকের প্রায় ৫ ডিগ্রী নিচে নেমে যাবার সাথে ভোরে হালকা থেকে মাঝারী কুয়াশায় বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরী’র পাশাপাশি বিপুল সংখ্যক গোল আলুর জমিও ‘লেট ব্লাইট’ রোগে আক্রান্তের আশংকা ক্রমশ প্রবল হচ্ছে। ফলে এ অঞ্চলে প্রায় ৩ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ লক্ষ্য অর্জনে অনিশ্চয়তার পাশাপাশি ১৫ লাখ ২১ হাজার টন চাল উৎপাদনেও ঝুকি বাড়ছে।
চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলে প্রায় ৩ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের কার্যক্রম শুরু করেছেন কৃষি যোদ্ধারা। এলক্ষে ১৫ হাজার হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী করতে হবে। ইতোমধ্যে প্রায় ১৪ হাজার হেক্টরে বীজতলা তৈরী হলেও পৌষের শুরুতেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যাওয়ায় ‘কোল্ড ইনজুরী’র আশংকা করছেন কৃষিবীদগন। এ ব্যাপারে বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট-ব্রি’র বরিশাল আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীরের সাথে আলাপ করা হলে তিনি জানান, ‘যদি এ শৈত্য প্রবাহ অব্যাহত থাকে তবে বীজতলা কোল্ড ইনজুরীর কবলে পড়ার আশংকা রয়েছে। তিনি বীজতলায় চাড়ার গোড়ায় কিছুটা পানি রাখার পাশাপাশি বেড সমুহ পলিথিন দিয়ে রাতের বেলায় ঢেকে রাখারও পরামর্শ দেন।
পাশাপাপাশি গত তিনদিন ধরে মৃদু শৈত্য প্রবাহে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৪-৫ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যাওয়ায় গোল আলুর ক্ষতির আশংকাও বাড়ছে। বরিশাল কৃষি অঞ্চলে এবার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে লক্ষাধীক টন গোল আলু উৎপাদনের লক্ষে কাজ করছেন কৃষকগন। ইতোমধ্যে প্রায় ৮ হাজার হেক্টরে আলুর আবাদ সম্পন্ন হলেও গত সপ্তাহেই নি¤œচাপ ‘জাওয়াদ’এ ভর করে অগ্রহায়নের অকাল বর্ষনে গোল আলুর জমির যথেষ্ঠ ক্ষতি হয়েছে। সে ধকাল কাটিয়ে ওঠার আগেই শৈত্য প্রবাহে এখন ‘লেট ব্লাইট’ নামে ছত্রাকবাহী এক ধরনের রোগের শংকা বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির গুনগত মানও বিনষ্ট হচ্ছে।
নি¤œচাপ ‘জাওয়াদ’এ ভর করে গত ৫-৭ ডিসেম্বরই এ অঞ্চলে প্রায় ১শ মিলিমিটার বৃষ্টিপাতে মাঠে থাকা ৭৫ ভাগ আমন ছাড়াও বিভিন্ন ধরনের রবি ফসল আক্রান্ত হয়। যার ১৫Ñ৩২ ভাগ ফসল বিনষ্রট হয়েছে। আমন সহ বিভিন্ন রবি ফসলের ক্ষতির পরিমান ছিল প্রায় ১শ কোটি টাকা। সে রেশ না কাটতেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রায় এ অঞ্চলের কৃষি ব্যবস্থায় নতুন ঝুকি বাড়ছে। তাপমাত্রা অস্বাভাবিক নেমে যাওয়ায় জনস্বাস্থ্যের ঝুকিও ক্রমশ বাড়ছে। বয়স্ক ও শিশুদের ঠান্ডা জনিত বিভিন্ন রোগ ব্যাধীতে আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলোতে রোগীদের ভীড়ও বাড়ছে।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বরিশালে তাপমাত্রার পারদ প্রায় ৫ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে সোমবার বরিশালে মৌসুমের সর্বনি¤œ পর্যায়ে পৌছে। মঙ্গলবারও স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রী সেলসিয়াস কম তাপমাত্রার সাথে উত্তর-পূর্বের হিমেল হাওয়ায় গোটা দক্ষিণের জনপদের স্বাভাবিক জনজীবন অনেকটাই বিপর্যস্ত ছিল। সোমবার সকালে বরিশালে মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। অথচ আবহাওয়া বিভাগের মতে, ডিসেম্বরে স্বাভাবিক সর্বনি¤œ তাপমাত্রা ১৪.৫ ডিগ্রী সেলসিয়াস থাকার কথা। মঙ্গলবারে তাপমাত্রার পারদ দশমিক ২ ডিগ্রী বেড়ে ১০.১ ডিগ্রীতে উন্নীত হলেও তা স্বভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রী সেলসিয়াস নিচে ছিল।
আবহাওয়া বিভাগ বরিশাল সহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির কথা জানিয়ে বহমান মৃদু শৈত্য প্রবাহ কিছুটা প্রশমিত হবার কথা বলেছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে বিরাজমান। একটি সুস্পষ্ট লঘুচাপ উত্তর সুমাত্রা উপকূলের অদুরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে হালকা মেঘলা আকাশ সহ সকালের দিকে কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ