Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলে থাকবেন বিবাহিত ছাত্রীরাও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ এএম

অবশেষে নোটিশের কার্যকারিতা স্থগিত করা হলো। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আলেমা খাতুন ভাসানী আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের হলের আসন ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমির স্বাক্ষরিত নোটিশে বিবাহিত ছাত্রীদের হল ছেড়ে দেওয়ার নোটিশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে গত ১১ ডিসেম্বর আলেমা খাতুন ভাসানী হলের বিবাহিত ছাত্রীদের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

নোটিশে জানানো হয়, ‘১১ ডিসেম্বর দেওয়া বিবাহিত ছাত্রীদের আসন বাতিল-সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করা হইল’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ