বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোডের পার্বতী ফকির পাড়া এলাকায় তিনটি ভবন হেলে পড়েছে। পাশাপাশি কয়েকটি কাচা ঘর ধেবে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার পর থেকে খবরটি ছড়িয়ে পড়লে হেলে পড়া ভবন দুটির প্রায় ১৫টি পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হেলে পড়া ভবনের মধ্যে একটি মন্দিরও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সিডিএ’র পানিবদ্ধতা নিরসন প্রকল্পে পাশের একটি খালে কোন নিরাপত্তা ছাড়াই রিটেইনিং ওয়াল করার জন্য মাটি খুড়লে পাশের ভবনগুলো হেলে পড়ে। এতে ভবন ধসের আশঙ্কায় বাসিন্দারা মালামাল নিয়ে রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিল্ডিংগুলো রেকি করেছি। এতে দুইটি ভবন হেলে গেছে। পাশে একটি মন্দিরও রয়েছে। পার্বতী ফকির পাড়ায় সিডিএ’র পানিবদ্ধতা নিরসন প্রকল্পে পাশের খালের রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছে। স্থানীয়রা জানান, অসতর্কভাবে পাইলিং কাজ করার সময় পাশের লাগোয়া ভবনগুলো হেলে পড়ছে। ক্ষতিগ্রস্ত একটি ভবনের মালিক সন্তোষ দাশ বলেন, গত দুই তিন বছর ধরে খালে ওয়াল নির্মাণের কাজ করছে। সোমবার সকালে কোন সাপোর্টিং ছাড়াই ওয়াল নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খোড়া শুরু করে। পরবর্তীতে আমার ভবনটি ধসে যায়। গত এক বছর আগেও একটি তিন তলা ভবন ধসে পড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আরেক ভবন মালিক স্বপন কুমার দাশ বলেন, আমার ভবনটি তিন তলার। গত বছর আমাদের পেছনের রাজমোহন দাশের ভবনটি ভেঙে পড়ে যায়। খালের পাইলিং করার কারণে এ দুর্ঘটনা ঘটে। এখানে জগন্নাথ মন্দিরও ধেবে গেছে। ধেবে যাওয়া ভবন দুটিতে ১৫টি পরিবার রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এসব ভবনের বেশির ভাগ খালের পাড়ে। তাছাড়া ভবন নির্মাণের সিডিএর অনুমোদনও নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।