প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তিন দিন হলো মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’। অল্লু অর্জুন অভিনীত এই দক্ষিণী সিনেমাটি মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। এ এক নতুন রেকর্ড। ভাবনার বাইরে থাকলেও সত্যি যে হলিউডের বহুল আলোচিত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে এই সিনেমা।
বলিউড হাঙ্গামা বলছে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি ৪৫ কোটি রুপি আয় ঘরে তুলেছে। ২য় দিনে তার আয় ছিল ২৯ কোটি। আর তৃতীয় দিনে তার আয় ১৫৯ কোটি রুপি পেরিয়ে গেছে। ২০০-২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই খরচের পয়সা উসুল করে মুনাফার মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।
মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিনেমাটির পরিচালক এই সাফল্যে অভিভূত। তিনি ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলিকে এই সিনেমার সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ভারতবাসীর কাছে ‘পুষ্পা’-কে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করেছেন রাজমৌলি।’
তিনি জানান, ‘রাজামৌলি আমাকে ফোন করেছিলেন এবং আমাকে এই সিনেমাটি সারা ভারতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি এই সাহসটা করতে চাইনি। করোনার জন্য। কিন্তু তিনি শুরু থেকেই আমাকে নানা ভাষায় সিনেমাটি মুক্তি দিতে উৎসাহিত করেছেন। উনার কথাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। যার ফল আজ দেখতে পাচ্ছি। গেল তিনদিন ধরে ভারত মাতাচ্ছে ‘পুষ্পা’।’
এদিকে আল্লু অর্জুনও রাজামৌলির প্রশংসা করেছেন। সিনেমাটির হিন্দি প্রচারের জন্য আরও কঠোর পরিশ্রম করার বিষয়ে রাজামৌলির পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছে এই অভিনেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।