বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : হাতিয়া উপজেলার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বৌ-বাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার বয়ারচর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত বাদশা (১০) ও সুখচর ইউনিয়নের চরআমান উল্ল্যা গ্রামের আরিছুল আহমদের ছেলে আরিফ হোসেন (৩২)। আহতরা হলো, চরআমান উল্ল্যা গ্রামের কামাল উদ্দিনের ছেলে আলাউদ্দিনসহ (১৭) পাঁচজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ট্রলারযোগে বয়ারচর থেকে বরযাত্রীদের সাথে ভাইয়ের শ্বশুর বাড়ী সুখচরে যাচ্ছিল ইয়াছিন আরাফাত বাদশা। দুপুর ১২টার দিকে হঠাৎ মেঘনা নদীর বৌ-বাজার এলাকায় জোয়ারের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা তীরে উঠে আসতে সক্ষম হলেও নদীতে ডুবে বাদশা ও আরিফ হোসেনের মৃত্যু হয়। ঘটনায় আরো ৫যাত্রী আহত হয়েছে।
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।