Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে আছমা আফরিন মিতু (২৮) নামের এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মুরাদ মিয়াকে আটক করেছে।

সোমবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুরের সিটিলেন মহল্লায় তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিতু মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার পৌর এলাকার আনন্দপুরের আলতাফ হোসেনের মেয়ে।

নিহত শিক্ষিকার বাবা আলতাফ আলী অভিযোগ করে বলেন, তার মেয়ে মিতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ওই বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী মুরাদের সাথে তার ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। পরে গত এক বছর আগে তারা বিয়ে করে ঢাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। গত এক সপ্তাহ আগে তারা দুজনেই বাবার বাড়ি আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। পরে সোমবার সকাল থেকে তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। রাতে দুজন এক সঙ্গে তাদের রুমে অবস্থান করেন হঠাৎই তাদের ঘরটির দরজা খোলা দেখতে পেয়ে রুমে উকি দিলে মিতুকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারটির অভিযোগ নিহতের স্বামী মুরাদ তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশটি ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ