Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামের প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রতন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাটারি চালিত অটোরিকশা চালক মামুন একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা নিয়ে নিশ্চিন্তিপুরের মামুন ও রতনের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মামুন বাড়ি থেকে বের হন। এসময় মামুনকে নিশ্চিন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা স্থানে ডেকে নিয়ে যান রতন ও তার লোকজন। পূর্ব বিরোধের জেরে এসময় রতন ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রতন লাঠি দিয়ে মামুনের ঘাড়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় মামুনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় রতনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ