বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনার বিভিন্ন এলাকা থেকে ৩২ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম। এজন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রাতভর শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইলিশ শিকারের দায়ে ২৮ জেলেকে আটক করা হয়।
এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটক জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।