বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের মোটেরতলা বাজারে সাত দোকানে চুরির ঘটনায় দুই নাইটগার্ডসহ চার চোরকে আটক শেষে থানায় সোপর্দ করেছে ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন- জগন্নাথদীঘি ইউনিয়নের রতনপুরের আবদুল গফুরের পুত্র মো. হারুন, বরদৈন গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র রাজন, মৃত নজির আহাম্মদের ছেলে আবদুল সিরাজ ও বড় পুস্করণীর মমতাজ উদ্দিনের পুত্র আবদুল মান্নান।
মোটেরতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার কাজী আবদুল জলিল মামলা দায়ের করেন। রোববার রাতের এই ঘটনায় সাতটি দোকান থেকে মালামাল ও নগদ অর্থ চুরি যায়।
এ ঘটনায় নাইটগার্ড (পাহারাদার) আবদুল সিরাজ ও আবদুল মান্নান বিভ্রান্তিমূলক তথ্যে বলে- হারুন ও রাজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চুরির ঘটনায় জড়িত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।