Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাদি জমিতে বৃষ্টির পানি

চন্দনাইশে রকমারি ফসলের ব্যাপক ক্ষতি : কৃষকদের মাঝে হতাশা

এম. এ. মোহসীন, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সবকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় জাওয়াদের সাথে অসময়ের বৃষ্টিতে আমন ধানসহ রকমারি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। পাকা আমন ধান, রকমারি চারাগাছ নুয়ে পড়েছে। অসময়ে বৃষ্টির পানি জমিতে জমে থাকায় পাকা আমন ঝরে পড়েছে। আবার ধান কাটতে কাল বিলম্বে ঝরে পড়া ধান জমিতে নষ্ট গেছে বলে কৃষকেরা জানান। কোন কোন জমিতে কৃষক আবারও চাষ দিয়ে বীজ বপন করতে চেষ্টা করছেন।
সরেজমিনে দেখা যায়, গোলআলু, মরিচ, টমেটো, সরিষা, চীনা বাদামসহ রকমারি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টির পানি আবাদি জমিতে জমে থাকায় বিভিন্ন রকমারি চারাগাছ নুয়ে পড়েছে। সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং জমিতে জমে থাকা বৃষ্টির পানি শুকিয়ে গেলে কৃষকেরা নতুন করে ফসল ফলাবে বলে আশা করছে।
সাতবাড়িয়া ইউনিয়নে কৃষক নূরুচ্ছফা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দুই কানি আমন ধান, আড়াই কানি মরিচ, ছয় গন্ডা টমেটো এবং পাঁচ গন্ডা জমিতে গোল আলু চাষ করি। ভাগ্যের কী নির্মম পরিহাস অসময়ে বৃষ্টির পানিতে এসব ফসল নুয়ে পড়ে তার ২/৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কান্নায় ভেঙে পড়েন। দক্ষিণ গাছবাড়িয়া কৃষক জাফর আহামদ জানান, তার ৮ গন্ডা মরিচ, ৫ গন্ডা আলু এবং ১০ গন্ডা চীনা বাদাম নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অভিজ্ঞ মহল জানান, উপজেলার সবকটি ইউনিয়নে আমনধান ও মৌসুমি শীতকালীন রকমারি ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে অসময়ের বৃষ্টিতে। এসব ক্ষতি পোষিয়ে আসতে কৃষকেরা হতাশার প্রহর গুনছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, অসময়ে এ বৃষ্টিতে কৃষকদের ফসলের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সকলের জন্য দুর্ভাগ্য। আমন ধান অন্যান্য জেলায় আগে কাটা হলেও এদিকে একটু দেরিতে কাটায় অসময়ের এ বৃষ্টিতে এসব ক্ষতি হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল জাব্বার বলেন, গ্রামের কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, তাদের সহায়তায় নজর রাখা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ